Ration Scam: রেশন দুর্নীতি মামলায় পশ্চিম মেদিনীপুরের বেলদায় চাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান ইডি-র | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি । রেশন দুর্নীতি মামলায় কলকাতা-সহ ৭ জায়গায় তল্লাশি ইডির । কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর-সহ ৭ জায়গায় তল্লাশি । কল্যাণীতে এক ফুড ইনস্পেক্টরের বাড়িতে তল্লাশি  । কলকাতার চক্রবেড়িয়া ও পশ্চিম মেদিনীপুরের বেলদায় চাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান ইডি-র

আরও খবর...

ফের চরমে রাজ্য়পাল-মুখ্য়মন্ত্রী সংঘাত। এবার মুখ্য়মন্ত্রীকে সামাজিক বয়কটের ঘোযণা করলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। জুনিয়র ডাক্তারদের অবস্থান আন্দোলনের মাঝেই ডাক্তারদের কর্মবিরতি নিয়ে তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ে তৈরি হল বিতর্ক। অন্য়দিকে, মুখ্য়মন্ত্রীর পদত্য়াগ মন্তব্য়কে নাটক বলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

পরপর ৩ দিন ভেস্তে গেল বৈঠক, এখনও অধরা রফাসূত্র । স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চতুর্থ দিন। অবস্থানে অনড় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বৈঠকে লাইভ স্ট্রিমিং-য়ের দাবি আন্দোলনকারীদের। বৈঠকে সরাসরি সম্প্রচারে আপত্তি নবান্নের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola