Ration Scam: বাকিবুর-মডেলেই কি অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডেও রেশন-দুর্নীতি? ABP Ananda Live
বাকিবুর-মডেলেই কি অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডেও রেশন-দুর্নীতি? উত্তর খুঁজতে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে উলুবেড়িয়ায় তল্লাশি ইডির। বাকিবুরের চালকলের মতো খাদ্য দফতরের প্যানেলে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের নাম: সূত্র। এফসিআইয়ের রেশনের গম ভাঙানোর জন্য খাদ্য দফতরের বরাতপ্রাপ্ত মিল অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড: সূত্র। এফসিআইয়ের গম ভাঙানো আটা কি নিজেদের ব্র্যান্ডিং করে খোলা বাজারে বিক্রি করত অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড? নাকি বাকিবুরের মতোই পরিমাণে কম দিয়ে হত দুর্নীতি? খতিয়ে দেখছে ইডি।
Tags :
Bangla News ABP Ananda LIVE Howrah ABP Ananda Digital ABP Ananda ED Live Tv Bengali ABP Ananda Bengali News District Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel