Ration Scam: ইডির হাতে রহস্য়ে মোড়া মেরুন ডায়েরি, পাতায় লেখা 'বালুদা'। ABP Ananda Live
রেশন বন্টন-দুর্নীতিতে (Ration Scam Case) এবার ইডির হাতে রহস্য়ে মোড়া মেরুন ডায়েরি। ইডি সূত্রে দাবি, এই ডায়েরির উপরে লেখা বালুদা। যার পাতায় পাতায় লেখা রয়েছে বিপুল লেনদেনের হিসেব। এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন, ডায়েরির পাতায় যে তথ্য মিলেছে তা চমকে দেওয়ার মতো।