Ration Scam: খাদ্য দফতরের তালিকা থেকে বাদ বাকিবুরের রাইস মিল | ABP Ananda Live
Bakibur Rahman: রেশন বণ্টন দুর্নীতির (Ration Scam) অভিযোগে গ্রেফতারির পর খাদ্য দফতরের (Food Department) তালিকা থেকে বাদ বাকিবুরের (Bakibur Rahman) রাইস মিল। আপাতত ধান পাঠানো হবে না দেগঙ্গার (Deganga) এমপিজি রাইস মিলে, খবর সূত্রের। রেশন দুর্নীতির তদন্তে এমপিজি রাইস মিলে ম্যারাথন তল্লাশি চালায় ইডি (ED)।