Ration Scam: সমন পেয়ে সিজিও-তে দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান | ABP Ananda LIVE
সমন পেয়ে সিজিও-তে দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান। আনিসুরের দাদা, রাইস মিল মালিক আলিফ নুরকেও জিজ্ঞাসাবাদ। বারিক ও আলিফের ফ্ল্যাট, বাড়ি, অফিস থেকে উদ্ধার ৪৫ লক্ষ টাকা। ১৬টি মোবাইল ও ২২টি সম্পত্তির নথিও বাজেয়াপ্ত, ইডি সূত্রে দাবি। রেশন দুর্নীতিকাণ্ডে এবার দুবাই-যোগ? 'রাজারহাটে বারিক বিশ্বাসের ফ্ল্যাটে মিলল দুবাইয়ের সম্পত্তির নথি। দুবাইয়ের সম্পত্তির মালিক কে?' জানতে চায় ইডি। গতকাল জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়ি ও রাইস মিলে তল্লাশি। কাল বারিক বিশ্বাসকে তলব করেছে ইডি।
রেশন দুর্নীতিকাণ্ডে এবার দুবাই-যোগ? ED সূত্রে দাবি, বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে দুবাইয়ে সম্পত্তির একটি নথি মিলেছে। ওই সম্পত্তি কার জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি। আগামীকাল সল্টলেকের CGO কমপ্লেক্সে তলব করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ রাইস মিলের মালিক বারিক বিশ্বাসকে। রেশন দুর্নীতি মামলায় আজ হাজিরা দিতে বলা হয়েছে দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা, রাইস মিলের মালিক আলিফ নুরকে। ED সূত্রে দাবি, বারিক ও আলিফের ফ্ল্যাট, বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়। এর মধ্যে বারিকের রাজারহাটের ফ্ল্যাট থেকে ২০ লক্ষ, আলিফের দেগঙ্গার বাড়ি থেকে ১১ লক্ষ ও রাইস মিল ১৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও, ১৬টি মোবাইল ফোন ও ২২টি সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছে ED.