Ration Scam: রেশন দুর্নীতির তদন্তে ৯৫টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ, দাবি ইডির। ABP Ananda Live

Continues below advertisement

রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে স্ক্যানারে শঙ্কর আঢ্যর (Shankar Adhya) পরিবার। এবার ধৃত তৃণমূল নেতার পরিবারের সদস্যদের তলব ইডির (ED)। শঙ্কর আঢ্যর ভাইকে আজ তলব করা হলেও গরহাজির মলয়। 'নিজের মা, স্ত্রী, ছেলে, মেয়ে ও ভাইয়ের নামে বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা খুলেছিলেন শঙ্কর আঢ্য, রেশন দুর্নীতির তদন্তে ৯৫টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ মিলেছে, ৬টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা শঙ্কর ও তাঁর পরিবারের নামে, বাকি সংস্থা ছিল ভুয়ো নামে', আদালতে জমা দেওয়া তালিকায় দাবি ইডির। বিদেশি মুদ্রা (Foreign Currency Exchange)) বিনিময় সংস্থার মাধ্যমে দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে বলে অনুমান ইডির। সূত্রের খবর, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে তদন্ত শুরু ইডির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram