Ration Scam: 'বাকিবুর রহমানের দুই কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে মিলেছে বিস্ফোরক তথ্য' দাবি ইডির
Continues below advertisement
ABP Ananda Live: রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র যোগ প্রমাণে ইডির হাতিয়ার দুটি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট। 'বাকিবুর রহমানের দুই কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে মিলেছে বিস্ফোরক তথ্য'। ''২০২০ সালে ২০ জানুয়ারি হোয়াটসঅ্যাপ চ্যাটে লেখা, 'এমআইসি-কে পেমেন্ট হয়ে গেছে'' । 'টাকার অঙ্ক ছিল ৬৮ লক্ষ'। 'দ্বিতীয় মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটেও লেখা, 'এমআইসি-কে পেমেন্ট হয়ে গেছে'' । 'টাকার অঙ্ক ছিল ১২ লক্ষ'। 'জিজ্ঞাসাবাদে বাকিবুরের দুই কর্মী জানান, এমআইসি মানে মিনিস্টার ইন চার্জ'। 'অর্থাৎ তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক'। জেরায় বাকিবুর দাবি করেন, ঋণ হিসেবে ওই ৮০ লক্ষ টাকা নিয়েছিলেন মন্ত্রী, দাবি ইডির
Continues below advertisement