Ration Scam: জ্যোতিপ্রিয় এখন পার্থর পড়শি, প্রেসিডেন্সি জেলে পাশাপাশি সেলে তৃণমূলের দুই হেভিওয়েট
ABP Ananda Live : জ্যোতিপ্রিয় মল্লিক এখন পার্থ চট্টোপাধ্যায়ের পড়শি। প্রেসিডেন্সি জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর দুজনেই রয়েছেন একই ওয়ার্ডে। আদালতের নির্দেশে পার্থ খাট পেলেও, জেল সূত্রে খবর, মাটিতে শুতে হচ্ছে জ্য়োতিপ্রিয়কে। মন্ত্রী নিজেকে অসুস্থ বলে দাবি করলেও, জেলের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।