Ration Scam: রেশনে দুর্নীতির কথা জানতেন জ্যোতিপ্রিয়, স্বীকার করেছেন গত ৩১ অক্টোবরের জেরায়
ABP Ananda LIVE: খাদ্যমন্ত্রী থাকাকালীন তাঁর দফতরে রেশন বণ্টনে দুর্নীতির (Ration Scam)কথা জানতেন জ্যোতিপ্রিয় মল্লিক (jyotipriya mallick)এবং সেকথা তিনি নিজে জেরায় স্বীকারও করেছেন। ব্যাঙ্কশাল আদালতে(Bankshall Court) জমা দেওয়া রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। চালকল মালিক, গমকল মালিক থেকে শুরু করে ডিলার, ডিস্ট্রিবিউটরদের একাংশের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ উঠছে, তা নিয়ে FIR হচ্ছে, CID পর্যন্ত তদন্ত শুরু করেছে, খাদ্যমন্ত্রী থাকাকালীন সবই গোচরে ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। এবং সেকথা গত ৩১ অক্টোবর জেরায় স্বীকারও করেছেন তিনি। ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া রিপোর্টে এমনই দাবি করেছে ইডি। রিপোর্টে কেন্দ্রীয় এজেন্সির অভিযোগ, জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশন বণ্টনে দুর্নীতির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া তো হয়নি, উল্টে FIR ধামাচাপা দেওয়া হয়েছে। গভীর তদন্ত পর্যন্ত হয়নি। সূত্রের খবর, কেন্দ্রীয় এজেন্সির এখানেই প্রশ্ন, খাদ্যমন্ত্রীর পদে থেকে রেশন বণ্টনে দুর্নীতির কথা জেনেও কেন কোনও পদক্ষেপ করেননি জ্যোতিপ্রিয় মল্লিক? নিষ্ক্রিয় থেকে পরোক্ষে কি তিনি দুর্নীতিকেই সমর্থন করেছেন? রেশন বণ্টন দুর্নীতির তদন্ত ধামাচাপা দেওয়ার পিছনে কি জ্যোতিপ্রিয়রই নির্দেশ ছিল? নাকি এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে? সূত্রের খবর, এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছে ED.