Ration Scam: বন দফতরে বসেই খাদ্য দফতরে দুর্নীতি-চক্র চালিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক | ABP Ananda LIVE

Continues below advertisement

Jyotipriya Mallick: খাদ্য দফতর থেকে সরে যাওয়ার পরে, বন দফতরে বসেই খাদ্য দফতরে দুর্নীতি-চক্র চালিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick। বাকিবুর বা অন্য কারও মাধ্যমে নয়, মন্ত্রী নিজেই নেমেছিলেন ধান ব্যবসায়। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের দফতরে হানা দেওয়ার পর, এমনটাই মনে করছে ED। কেন্দ্রীয় এজেন্সির দাবি, খোদ মন্ত্রীর চেম্বারেই মিলেছে খাজানা। অরণ্য ভবনের আটতলায়  মন্ত্রীর অফিসে তাঁর স্ত্রী-মেয়ে ও নাতির নামে ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও জীবনবিমার নথি ছাড়াও মিলেছে ধান ব্যবসার রসিদ। ED-র দাবি, নিজের নামেই ধান কেনাবেচা করতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এ ছাড়াও বন দফতরে মিলেছে ৮০০টি ব্ল্যাঙ্ক ব্যাকডেটেড স্ট্যাম্প পেপার। ED-র অনুমান, এই সব স্ট্যাম্প পেপারের সাহায্যে ব্যাকডেটে সম্পত্তি নথিভুক্ত করা হত। ১০ কোটি টাকার FD, LIC ২টি বেনামি সম্পত্তি, এসবই রেশন দুর্নীতির (Ration Scam) টাকা বলে অনুমান ED-র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram