Ration Scam: ধান কেনাবেচায় প্রতি কুইন্টালে ২০ টাকা কমিশন নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক | ABP Ananda LIVE

Continues below advertisement

Jyotipriya Mallick: ধান কেনাবেচায় মন্ত্রী নিজেই কমিশন নিতেন। সমস্ত রাইস মিল মালিকদের এই কমিশন দিতে হত। প্রতি কুইন্টালে ২০ টাকা কমিশন নিতেন জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallick)। কৃষি সমবায় সমিতির মাধ্যমে মন্ত্রীর কাছে পৌঁছে যেত কমিশন। আদালতের রিপোর্টে বিস্ফোরক দাবি করল ED। রিপোর্টে কেন্দ্রীয় এজেন্সির দাবি, জ্যোতিপ্রিয়র সহযোগী বাকিবুর রহমান ( Bakibur Rahman) এবং তাঁর রাইস মিল NPG রাইস মিল প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সাহিদুল রহমান, নিজেদের বয়ানে মন্ত্রীর কমিশন নেওয়ার কথা জানিয়েছেন বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওয়েস্ট বেঙ্গল এসেনসিয়াল কমোডিটিজ সাপ্লাই কর্পোরেশন লিমিটেড, WBECSE-র চেয়ারম্যান হিসেবে কৃষি সমবায় সমিতির মাধ্যমে চলত কমিশন নেওয়া (Ration Scam) । একই রকম ভাবে রাইস মিলের মালিক কালীদাস সাহাও জ্যোতিপ্রিয় ও তাঁর সহযোগীদের ধান কেনাবেচার কমিশন দিতেন বলে রিপোর্টে দাবি ED-র। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram