Ration Scam: কার্ডিওলজি বিভাগের কেবিনের ভিতরে দুটি সিসি ক্যামেরা লাগাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ
এসএসকেএমে ভর্তি থাকলেও, এবার থেকে সিসি ক্যামেরার নজরদারিতে থাকতে হবে রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে। আদালতের নির্দেশে শুক্রবার কার্ডিওলজি বিভাগের কেবিনের ভিতরে দুটি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। তবে কাদের ওয়াইফাই-এ এই ক্যামেরা দুটি চলবে, তা নিয়ে শুরু হয়েছে জটিলতা।