Coal Smuggling Case: কয়লা পাচারকাণ্ডে আত্মসমর্পণ অন্যতম অভিযুক্ত রত্নেশ বর্মার
কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling)আত্মসমর্পণ অন্যতম অভিযুক্ত রত্নেশ বর্মার (Ratnesh Verma)। রত্নেশ বর্মার নামে আগেই লুক আউট নোটিস জারি করে সিবিআই (CBI)। কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে নাম ছিল রত্নেশ বর্মার। ১ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল রত্নেশ বর্মা। আসানসোল কোর্টে আত্মসমর্পণ রত্নেশ বর্মার।