Netaji Birth Anniversary: 'তাঁর ভাবধারা অনুযায়ী কাজ করা গুরুত্বপূর্ণ', নেতাজির জন্মবার্ষিকীতে প্রতিক্রিয়া কন্যার
'নেতাজিকে (Neta Subhas Chandra Bose) অনেকভাবে সম্মান জানানো যায়'। 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাঁর ভাবধারা অনুযায়ী কাজ করা'। 'ভারতের সব ধর্মের, জাতপাতের মানুষ যেন ভালভাবে বাঁচার সুযোগ পান'। 'তাঁরা যেন সবার সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতে পারেন'। 'এসব মেনে চলাই তাঁকে সম্মান জানানোর সেরা উপায়', নেতাজির জন্মবার্ষিকীতে প্রতিক্রিয়া কন্যা অনিতা বসু পাফের (Anita Bose Pfaff)।