TET Agitation: নিয়োগের দাবিতে রাস্তায় টেট উত্তীর্ণরা, কী বলছেন তাঁরা? Bangla News
নিয়োগ নিয়ে বিক্ষোভ টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের। কঠিন পরীক্ষা দিয়ে পাশ করার পরেও কেন চাকরি নয়। প্রশ্ন ২০১৪ সালের টেট উত্তীর্ণদের। পাশাপাশি ২০১৭ সালের টেট উত্তীর্ণরাও নিয়োগের দাবিতে পথে। তাঁদের আসনে কাউকে না নেওয়ায় দাবি।
Tags :
Recruitment Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News TET Tet Agitation