Recruitment Scam : নিয়োগ পাইয়ে দেওয়ার নাম করে একা অয়নই তুলেছেন ৪০ কোটি টাকা, বিস্ফোরক দাবি ইডি-র
Continues below advertisement
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Recruitment Scam ) অয়ন শীলকে ( Ayan Seal ) জেরা করে ইডি-র ( ED ) হাতে বিস্ফোরক তথ্য। ইডি-র দাবি, বিভিন্ন পুরসভায় নিয়োগ পাইয়ে দেওয়ার নাম করে একা অয়নই তুলেছেন ৪০ কোটি টাকা। টাকা তোলার কথা জানালেও জেরায় অয়নের দাবি, এই টাকার থেকে তিনি ২০ থেকে ২৫% কমিশন পেয়েছেন। বাকি ৭৫-৮০% টাকা চলে যেত নির্দিষ্ট পুরসভার প্রভাবশালীদের কাছে। ইডি সূত্রে খবর, অয়নের এই দাবির ভিত্তিতে পুরসভার প্রভাবশালীদের তালিকা তৈরি করা হয়েছে। নামের তালিকা-সহ রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে বলে ইডি সূত্রে খবর। ইডি-র দাবি, এর আগে অয়নের অফিস থেকে বাজেয়াপ্ত করা হার্ড ডিস্কের ফোল্ডারে ১২ কোটি টাকার হিসেব মেলে। সেই সূত্রেই অয়নকে জেরা করা পুরসভায় চাকরির টোপে ৪০ কোটি তোলা হয় বলে জানা গেছে।
Continues below advertisement