Bonny Sengupta : নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে বনি সেনগুপ্তের। ABP Ananda Live
Continues below advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তের (Bony Sengupta)। বনি আজ বলেছেন, একজন মিডলম্যান মারফত তাঁর সঙ্গে কুন্তলের আলাপ। কুন্তলের হয়ে বেশ কিছু ইভেন্ট করেছেন তিনি। কুন্তলও বলেছেন, যে বনি তাঁর ইভেন্টে পাঁচ বছর কাজ করেছেন।
Continues below advertisement
Tags :
ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Ed BanglaNews Recruitmentscam Kuntalghosh Bonnysengupta