Bonny Sengupta : ইডি স্ক্যানারে বনি সেনগুপ্ত, কী বলছে পরিবার ? ABP Ananda Live
নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ইডি-র (ED) স্ক্যানারে অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। বনির বাবা, বিশিষ্ট পরিচালক অনুপ সেনগুপ্ত বলছেন, তাঁর ছেলের সঙ্গে দুর্নীতির কোনও যোগ নেই। মা পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, যে এক ব্যক্তির মাধ্যমে তাঁর ছেলের সঙ্গে কুন্তলের আলাপ হয়েছিল।
Tags :
ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Ed BanglaNews Recruitmentscam Bonnysengupta