Recruitment Scam : নিয়োগ দুর্নীতির তদন্তে ইডিকে কার্যত সময় বেঁধে দিল হাইকোর্ট। ABP Ananda Live
'৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করুন', নিয়োগ দুর্নীতির তদন্তে ইডিকে কার্যত সময় বেঁধে দিল হাইকোর্ট (Calcutta High Court)। '১৯ মাস ধরে আপনারা কিছুই করেননি', হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফের প্রশ্নের মুখে ইডি (ED) । তদন্তে সহযোগিতা করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), দাবি ইডির । 'আগে নথি দেখুন, প্রয়োজনে ডেকে পাঠান, জিজ্ঞাসাবাদ করুন', '১২ ঘণ্টা, ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করুন, শেষ না হলে আবার ডাকুন'। 'জিজ্ঞাসাবাদ শেষ না হলে আবার পরের দিন ডাকুন, তদন্ত শেষ করুন''সমন পাঠানো হলেই আদালত বলতে পারে না তিনি অভিযুক্ত' নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে ইডিকে কড়া বার্তা ডিভিশন বেঞ্চের । 'এই দুর্নীতি বটানিক্যাল গার্ডেনের বটগাছের মতো, কত শাখা আছে, কেউ জানে না,'নিয়োগ দুর্নীতির মাঝে প্রকাশ্যে চলে এল পুরসভার দুর্নীতি'। লিপস অ্যান্ড বাউন্ডসের মামলায় হাইকোর্টে দাবি ইডির । ডিভিশন বেঞ্চের কাছে নথি পেশে বাড়তি সময় চাইলেন অভিষেকের আইনজীবী। ১০ অক্টোবরের মধ্যে দিতেই হবে, না পারলে ইডিকে জানান: হাইকোর্ট। এভাবেই তদন্তকে ব্যাহত করার চেষ্টা চলছে, অভিযোগ ইডির ।