Recruitment Scam: সম্পূর্ণ সজ্ঞানে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম মানিকের, পর্যবেক্ষণ হাইকোর্টের। ABP Ananda
ওএমআর কারচুপি মামলায় হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যা জানতে চাওয়া হয়েছিল, জানিয়েছি। প্রতিক্রিয়ায় জানালেন পর্ষদ সভাপতি।
প্রাথমিকে OMR শিট কারচুপি মামলায়, হাইকোর্টে রিপোর্ট পেশ করে CBI...তা দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, অপসারিত পর্ষদ সভাপতি (মানিক ভট্টাচার্য) সম্পূর্ণ সজ্ঞানে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করেছেন।