Recruitment Scam Case: পূর্ব নির্ধারিত কর্মসূচি, নিজাম প্যালেসে হাজিরা দিতে পারবেন না বিভাস অধিকারী
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে তলব করেছে সিবিআই। সূত্রের খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে আজ নিজাম প্যালেসে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন বিভাস অধিকারী। এর আগে গত ১৫ নভেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় বিভাসকে প্রায় চারঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর অত্য়ন্ত ঘনিষ্ঠ ছিলেন বিভাস অধিকারী। প্রাক্তন এই তৃণমূল নেতার নাম প্রথম শোনা যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের মুখে।