Recruitment Scam:'পার্থর নির্দেশেই প্রাথমিকে নিয়োগ পরীক্ষার OMR নষ্ট করা হয়েছিল', উল্লেখ CBI-এর
ABP Ananda Live: 'পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই প্রাথমিকে নিয়োগ পরীক্ষার OMR নষ্ট করা হয়েছিল'। 'গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়'। 'তাঁর নির্দেশেই হয়েছিল দুর্নীতি'
গোপন জবানবন্দি রেকর্ড করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর OSD প্রবীর বন্দ্যোপাধ্যায়, খবর CBI সূত্রের। 'একাধিক রাজনৈতিক ব্য়ক্তিত্বরাও চাকরির সুপারিশ করেছেন'। নামের তালিকা মিলেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ বাকি আছে'। বিশেষ আদালতে শুনানিতে উল্লেখ CBI-এর, খবর সূত্রের। বহুদিন ধরে জেলে বন্দি, অনেকেই ছাড়া পেয়েছে, পার্থর জামিনের আবেদনে উল্লেথ তাঁর আইনজীবীর।
সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, সব হিসেব হবে, বারুইপুরে বললেন শুভেন্দু
'সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, সব হিসেব হবে। সব থেকে বড় গদ্দার তৃণমূল'। হাইকোর্টের অনুমতি নিয়ে ফের বারুইপুরে শুভেন্দু অধিকারী। SP অফিসের বাইরে বিজেপির প্রতিবাদ সভা।