Recruitment Scam: প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটের নথিতে চাঞ্চল্য়কর দাবি করেছে CBI-র

ABP Ananda Live: দিব্যেন্দু অধিকারী, মমতা ঠাকুর থেকে ভারতী ঘোষ, প্রাথমিক স্কুলে চাকরির সুপারিশ করেছিলেন এরকম আরও অনেকে। প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটের সঙ্গে দেওয়া নথিতে, এমনই চাঞ্চল্য়কর দাবি করেছে CBI। এর মধ্যে শুধুমাত্র মমতা ঠাকুরই বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বাকি দুজনই এখন বিজেপিতে। তবে যে সময় দুর্নীতি হয়েছিল অর্থাৎ ২০১৪ থেকে ১৬-র মধ্যে দিব্যেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন। ২০১৬ সালেই উপনির্বাচনে জিতে তৃণমূলের টিকিটে সাংসদ হন তিনি। আর ভারতী ঘোষ, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন। 'জিজ্ঞাসাবাদ না করেই কীভাবে তার নাম চার্জশিটে উল্লেখ করল সিবিআই?' এনিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। ২৬-এ বিধানসভা ভোটের আগে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা ঠাকুর। চার্জশিট না দেখে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola