Recruitment Scam:আজ নিয়োগ দু্র্নীতিকাণ্ডে CBI-র মামলায় পার্থর জামিনের আবেদনের রায়দান ABP ANANDA LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: নিয়োগ দু্র্নীতিকাণ্ডে CBI-র মামলায় পার্থর জামিনের আবেদনের রায়দান আজ । রায়দান করবেন হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী । ইতিমধ্য়েই ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায় । এখনও পার্থ চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে সিবিআইয়ের একটি মামলা বিচারাধীন 

রেশনবণ্টন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার তিন চালকল মালিক। ইতিমধ্য়েই তাঁদের সিজিও কমপ্লেক্সে ED-র দফতরে আনা হয়েছে। ED সূত্রে দাবি, ধৃতদের মিলের মাধ্য়মে বছরের বছর পর ধরে রেশনের সামগ্রী বিক্রি করা হয়েছে। সম্প্রতি এই তিন চালকলের মালিকদের মিলে তল্লাশি চালিয়ে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয় গতকাল গভীর রাত পর্যন্ত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তদন্তে সহযোগিতা না করার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁদের ED- সূত্রে দাবি, ধৃতদের আজ হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram