Recruitment Scam: সিবিআই স্ক্যানারে রাজ্যের বিভিন্ন পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি।
ABP Ananda Live: সিবিআই স্ক্যানারে রাজ্যের বিভিন্ন পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি। ২০১৪ সালের পর ১৭টি পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ। অর্ধেকের বেশি চাকরিই বেআইনি ভাবে, উল্লেখ সিবিআই চার্জশিটে। বেআইনি ভাবে সবথেকে বেশি চাকরির অভিযোগ দক্ষিণ দমদম পুরসভায়। দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই নজরে ৩২৯ জনের নিয়োগ। কামারহাটিতে ৩০৩ জন, বরানগরে ২৭৬ জন, টিটাগড়ে ২২১ জনের নিয়োগও সিবিআই রাডারে। কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, দমদম পুরসভায় ভুরি ভুরি বেআইনি চাকরির অভিযোগ। কৃষ্ণনগর, রানাঘাট, নবদ্বীপ, বীরনগর বেআইনি ভাবে নিয়োগের অভিযোগের তদন্তে সিবিআই। প্রতিটি পুরসভায় নিয়োগ হয়েছিল অয়ন শীলের সংস্থার মাধ্যমে: সিবিআই। পানিহাটি ও টাকি পুরসভাকে ক্লিনচিট সিবিআইয়ের। উত্তর ব্য়ারাকপুর পুরসভায় মিউটেশন নিয়ে দুর্নীতি চক্রের হদিশ মিলল। অভিযোগ, দেড় লক্ষ টাকার রশিদ জাল করে পুরসভার অ্য়াকাউন্টে ভুয়ো লেনদেন দেখানো হয়েছে। ঘটনায় পুর এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন উত্তর ব্য়ারাকপুর পুরসভার চেয়ারম্য়ান মলয় ঘোষ।