Chandranath Sinha : কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে হেফাজতে পেল না ED | ABP Ananda

ABP Ananda LIVE: কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে হেফাজতে পেল না ED। 'হেফাজতে নিয়ে কারামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। চলতি মাসের ২৫ ও ২৬ তারিখ ED দফতরে হাজিরা দেবেন চন্দ্রনাথ সিংহ। প্রয়োজন মনে করলে, তারপরেও ডাকা যেতে পারে', ED-র দায়ের করা চার্জশিট কেন এত বিলম্বে, প্রশ্ন আদালতের। মন্ত্রীর নথি জমা দিতে কেন বিলম্ব, তা নিয়েও প্রশ্ন আদালতের 

 

রোদ উঠলেও নেই স্বস্তি, পঞ্চমীর দিন থেকেই ফের তুমুল বৃষ্টি! কলকাতাও তালিকায়?

দুর্গাপুজোর মুখে বৃষ্টির ভয়ঙ্কর রূপ । আগামী দিনেও বৃষ্টির পূর্বাভাস । তাহলে কি অসুররূপী বৃষ্টি এবারের পুজোর দফারফা করে দেবে? এখন এই আশঙ্কাতেই কাটছে দিন। এরই মধ্যে দুর্যোগের চোখ রাঙানিকে উপেক্ষা করেই , কোমর জল পেরিয়ে মঙ্গলের সন্ধেয় প্যান্ডেলে প্যান্ডেলে দেখা গেল ভিড়। যুক্তি একটাই, পুজো কি আর বছরে বার বার আসে ! 

সোমবার রাতের ভয়ঙ্কর বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ।  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চলে গেল ১১ টা প্রাণ। দেবীপক্ষে কত ঘর হল শূন্য। কত মানুষ হারাল সম্বল।  এরইমধ্য়ে ফের দুর্যোগের ভ্রকুটি। ফের ভাসাতে পারে বৃষ্টি। কারণ বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আলিপুর আবহাওয়া অফিস। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কলকাতায়।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola