Sujaykrishna Bhadra : সুজয়কৃষ্ণর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফের এসএসকেএমে ED আধিকারিকরা
ABP Ananda Live: বাইপাস সার্জারির ২ মাস পার, এখনও এসএসকেএমে সুজয়কৃষ্ণ ভদ্র। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণর শারীরিক অবস্থার খোঁজ নিতে ফের এসএসকেএমে ইডি গতকালের পর আজ ফের এসএসকেএমে ইডি আধিকারিকরা। হাসপাতালে ভর্তি থাকায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না ইডি, সূত্র। 'বেসরকারি হাসপাতাল ছেড়ে দিলেও কেন এতদিন এসএসকেএমে সুজয়কৃষ্ণ? কী চিকিৎসা চলছে? কী ওষুধ দেওয়া হচ্ছে সুজয়কৃষ্ণকে?' সুপারের কাছে এসব জানতে চেয়ে বয়ান রেকর্ড করছে ইডি।