Recruitment Scam: 'মুখ্যমন্ত্রী অসুস্থ হলে এসএসকেএমেই চিকিৎসা করান, তাহলে সুজয়কৃষ্ণ ভদ্র করাতে পারবেন না কেন?'

Continues below advertisement

'বাংলার মুখ্যমন্ত্রীও এসএসকেএমের ওপর ভরসা রাখেন। মুখ্যমন্ত্রী অসুস্থ হলে এসএসকেএমেই চিকিৎসা করান, তাহলে সুজয়কৃষ্ণ ভদ্র করাতে পারবেন না কেন ?' আদালতে সওয়াল ইডির। 'হার্ট সার্জারিতে এসএসকেএমে ভালো চিকিৎসা হয়। ১৬ দিন কালীঘাটের কাকু বাড়িতে ছিলেন, তখন কিছু হয়নি। ১৬ দিন পর যখন জেলে গেলেন, তখন অক্সিজেন লেভেল কমে গেল', আদালতে সওয়াল ইডির। 'তার আগে উনি সুস্থ ছিলেন, এটাতেই বোঝা যাচ্ছে তাঁর প্রভাব। তিনি প্রভাবশালী বলেই তাঁকে কালীঘাটের কাকু বলা হয়', আদালতে সওয়াল ইডির। 'পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও একই হয়েছে, পরে ওনাকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই, কিন্তু ওনাদের রিপোর্ট প্রশ্নের বাইরে নয়। দিল্লির এইমসে পাঠিয়ে মতামত নিতে চাইছে ইডি', আদালতে সওয়াল ইডির

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram