ED On Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্য়ায়ের প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

ED ON Recruitment Scam Partha Chatterjee: নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়ের প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার পাটুলিতে মোট ১৮ কাঠার ৩টি জমি, হাওড়ার বাগনানে ২ বিঘা জমি এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও বীরভূমের বোলপুরে বেনামি জমি বাজেয়াপ্ত করা হল। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে অন্য়তম অভিযুক্ত তাপস মণ্ডলের উত্তর ২৪ পরগনার খড়দায় আড়াই কোটি টাকা মূল্য়ের জমিও বাজেয়াপ্ত করল ইডি। এছাড়াও একটি সংস্থার নামে রাখা ২ কোটি টাকাও বাজেয়াপ্ত করা হল। এই টাকা পার্থ চট্টোপাধ্য়ায়ের বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারীদের। এর আগে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে একাধিক সংস্থার নাম উল্লেখ করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, নতুন আরও ৪টি সংস্থার হদিশ মিলেছে। এই সংস্থাগুলির মাধ্য়মে কালো টাকা সাদা করা হত। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola