Job Seekers Rally: এবার কুণালের নেতৃ্ত্বে চাকরিপ্রার্থীদের 'হাইকোর্ট-চলো'! | ABP Ananda LIVE
ABP Ananda Live: এবার কুণালের নেতৃ্ত্বে চাকরিপ্রার্থীদের 'হাইকোর্ট-চলো'! মামলার 'ফাঁসে' আটকে চাকরি, দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ । ২০১৬-র SLST শারীর-কর্ম শিক্ষায় চাকরিপ্রার্থীদের মিছিল । রানি রাসমণি অ্যাভিনিউয়েই মিছিল আটকে দিল পুলিশ।
আর জি করকাণ্ডের CBI তদন্ত নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকের পরিবার
আর জি করকাণ্ডের CBI তদন্ত নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকের পরিবার। তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ অভয়ার পরিবারের। সীমা পাহুজা ও তাঁর টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি নিহত চিকিৎসকের পরিবারের। দিল্লি গিয়ে CBI অধিকর্তার কাছে লিখিত অভিযোগ। চিঠিতে ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি নিহত চিকিৎসকের পরিবারের। শিয়ালদা আদালতও মনে করেছে তদন্তে খামতি আছে। সেই রায়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে CBI-এর কাছে দেওয়া চিঠিতে।
কুলটিতে ইসিএলের ১, ২ নম্বর কোলিয়ারিতে চাকরির তালিকা ঘিরে তুলকালাম। একপক্ষের তালিকা মানতে নারাজ আরেক পক্ষ। বেসরকারি সংস্থার হাতে কয়লা উত্তোলনের বরাত। স্থানীয়দের কাদের চাকরি? ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।