SSC Case: 'কল্যাণ গঙ্গোপাধ্যায় জামিন পেলেন, তাহলে কি চাকরি চুরি হয়নি!' বললেন সুমন বিশ্বাস
ABP Ananda LIVE : 'কল্যাণ গঙ্গোপাধ্যায় জামিন পেলেন, তাহলে কি চাকরি চুরি হয়নি! আমাদের তাহলে আবার কেন পরীক্ষায় বসালো? মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যোগ্যদের চাকরি ফেরান। একজন যোগ্যও বঞ্চিত হলে সংঘাত বাড়বে'। বললেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস।
পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে, এই বাংলাদেশ ভারতের জন্য বিপজ্জনক, এবিপি আনন্দে বিস্ফোরক হাসিনা-পুত্র
মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) । বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই রায়কে ইতিমধ্যেই প্রহসন বলে উল্লেখ করেছেন হাসিনা । এবার সেই নিয়ে মুখ খুললেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy) ।
ঢাকা ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের নির্দেশের পরে হাসিনা-পুত্র প্রথম প্রতিক্রিয়া দিলেন এবিপি আনন্দে । আমেরিকা থেকে এবিপি আনন্দে হাসিনা-পুত্র এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন । একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন হাসিনা-পুত্র ।
সজীব ওয়াজেদ জয় এবিপি আনন্দকে বলেছেন, 'বাংলাদেশের মাটি ব্যবহার করেই পাক-জঙ্গিরা দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে । পাকিস্তানের একটা জঙ্গি অংশ হয়ে গেছে ইউনূসের বাংলাদেশ । এই বাংলাদেশ ভারতের জন্য বিপজ্জনক ।'