High Court: 'মেধাতালিকা প্রকাশ পেলে কীভাবে কারও সম্মানহানি হতে পারে?' প্রশ্ন বিচারপতির | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও চাকরির নিয়োগপত্র (Recruitment Scam) দেওয়া হবে, আর আদালত পদক্ষেপ করলেই এক্তিয়ার বহির্ভূত বিষয়!' এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত শুনানিতে বিস্ময়প্রকাশ বিচারপতি দেবাংশু বসাকের (Debangshu Basak)। 'তদন্ত বিলম্বিত করার জন্য অনেক কিছু করা হয়েছে'। 'মেধাতালিকা যাতে প্রকাশ না হয় তার জন্য অসদুপায়ে চাকরি পাওয়া ব্যক্তিরা আদালতের দ্বারস্থ হয়েছেন'। আদালতে সওয়াল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর(Bikash Ranjan Bhattacharya)। 'যিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন, তিনি জানেন মেধাতালিকা প্রকাশিত হবে'। 'মেধাতালিকা বা প্যানেল প্রকাশ পেলে কীভাবে কারও সম্মানহানি হতে পারে?' প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। 'মেধাতালিকা প্রকাশ পেলেই তো সবাই সবার নম্বর দেখতে পাবেন, সত্যিটা সামনে চলে আসবে, তাই এত অসুবিধা'। 'ঘোষিত শূন্যপদের থেকে বেশি চাকরি দেওয়া হয়েছে, বেআইনি ভাবে অতিরিক্ত শূন্য পদের মাধ্যমে চাকরি বিক্রি হয়েছে'। 'মূল অফিস থেকে না দিয়ে অন্য অফিস থেকে ভুয়ো সুপারিশপত্র দিয়ে সুপরিকল্পিত দুর্নীতি হয়েছে'। সংরক্ষিত আসন নিয়েও দুর্নীতি হয়েছে, আদালতে সওয়াল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram