Recruitment Scam: অসুস্থ হয়ে হাসপাতালে কালীঘাটের কাকু, হলনা চার্জ গঠন। ABP Ananda live

Kalighater Kaku: ED-র প্রাথমিক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট চার্জগঠনের সময়সীমা বেঁধে দিয়েছে ৩১ ডিসেম্বর। তার আগের দিনই আদালতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM-এ। 

 

 

উত্তাল বাংলাদেশ, এবার সংবিধান বদল? বাংলাদেশের সংবিধান বদলের ডাক। সংবিধান বদলের ডাক দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের দাবি, মুজিববাদী সংবিধানকে কবর দিতে হবে। এই দাবি নিয়েও বিশ্বজুড়ে শুরু হয়েছে নিন্দা। বাংলাদেশে হিন্দু বিদ্বেষ চরমে। আমন্ত্রণ জানানো সত্ত্বেও চট্টগ্রামে ইউনূস সরকার আয়োজিত সম্প্রীতি সমাবেশে যেতে বাধা সনাতনী সমাজের প্রতিনিধিদের। অধ্যাপক-সাধু সন্তদের বলা হল গোয়েন্দা। দিল্লিতে পাকড়াও ১৫ জন বাংলাদেশিরও বঙ্গ-যোগ! অনুপ্রবেশকারীদের আধার কার্ডে পশ্চিমবঙ্গের ঠিকানা। ফেরত পাঠানো হল ওপারে। চিহ্নিত ৪০০ বাংলাদেশি পরিবার। বাংলাদেশ থেকে বাড়ছে অনুপ্রবেশ। নদিয়ায় সিন্ডিকেট গড়ে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র। মোটা টাকায় অনুপ্রবেশকারীদের মা-বাবা সাজছে সিন্ডিকেট সদস্যরাই। জাল নোট পাচারেও বাংলাদেশ-যোগ! দিল্লি থেকে গ্রেফতার মালদার বাসিন্দা। ধৃতের কাছে মিলল ৯৫ হাজার টাকা। জাল টাকা এসেছিল বাংলাদেশ থেকে, চক্রে আর কারা? তদন্তে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola