Recruitment Scam: নিয়োগ দুর্নীতি-কাণ্ডে এবার CBI-এর করা মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ
ABP Ananda Live: নিয়োগ দুর্নীতি-কাণ্ডে এবার CBI-এর করা মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন তিনি। এর আগে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ED-র করা মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। এবার CBI-এর মামলাতেও জামিন পাওয়ায় জেল মুক্তি হতে চলেছে কুন্তল ঘোষের। জামিনের শর্ত কী হবে তা ঠিক করবে ট্রায়াল কোর্ট, তবে তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গ ছাড়তে পারবেন না কুন্তল ঘোষ, এমনই জানাল দেশের সর্বোচ্চ আদালত।
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস পাঁচ দিন ধরে জেলে। এখনও মুক্তি পাননি চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। কবে মিলবে জামিন, প্রশ্ন ইসকনের। এবার নিজের এক্স হ্যান্ডলে চিন্ময়কৃ্ষ্ণর মুক্তির দাবিতে সরব কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনও আলোচনা হয়নি, জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল বাংলাদেশের আদালতে ইসকনকে নিষিদ্ধ করার দাবি খারিজ হওয়ার পর প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের।