Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ABP Ananda Live

West Bengal News: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) নয়া মোড়। 'ধৃত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল (Govornor)'। তাহলে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যের মুখ্যসচিব কীভাবে দেবেন ? প্রশ্ন সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবীর। 'সুবীরেশ ভট্টাচার্যর এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিয়োগ করেছেন রাজ্যপাল'। জানালেন সুবীরেশের আইনজীবী। 'তদন্তকারী সংস্থা, সিবিআই এটা জানে না যে কার কাছে অনুমতি চাইতে হবে !' এই ধরনের তদন্তকারী সংস্থার কাছ থেকে এই ধরনের ভূমিকা গ্রহণযোগ্য নয়,  মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর। আমরা শুধু শুধুই মুখ্যসচিবকে উদ্দেশ করে কড়া মন্তব্য করছিলাম, মন্তব্য বিচারপতি বাগচীর । সঠিক ব্যক্তির কাছে অনুমতি না চাইলে। তিনি কী করে অনুমতি দেবেন? প্রশ্ন বিচারপতির। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola