Recruitment Scam: ওএমআর শিটে জালিয়াতিতেই লুকিয়ে নিয়োগ দুর্নীতির চাবিকাঠি? | ABP Ananda LIVE
Amrita Sinha: ওএমআর শিটে (OMR Sheet) জালিয়াতিতেই লুকিয়ে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) চাবিকাঠি? 'কার উত্তরপত্র, কাউকে বুঝতে না দেওয়ার ছকেই চাকরি চুরি'। 'এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখেই চাকরি চুরির দুর্নীতি'। বোর্ডের কর্মীরাও যুক্ত ছিল এই দুর্নীতির সঙ্গে, হাইকোর্টে (High Court) জানাল সিবিআই। প্রাথমিকে নিয়োগে 'দুর্নীতি'(Primary Recruitment Scam) , মুখবন্ধ খামে সিবিআইয়ের (CBI) রিপোর্ট ।'তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি হয়েছে'। মুর্শিদাবাদে জাফিকুল ইসলামের বাড়িতেও তল্লাশি হয়েছে: সিবিআই। 'অয়ন শীলের সংস্থার মাধ্যমে ১৭টি পুরসভায় ১ হাজার ৮২৯জন নিয়োগ: সিবিআই। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত নিয়ে রিপোর্ট দিল ইডি-ও। লিপস অ্যান্ড বাউন্ডসের সাড়ে ৭ কোটির ৮টি সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু: ইডি । আগামীকাল ইডির যুগ্ম অধিকর্তাকে উপস্থিত থাকার নির্দেশ বিচারপতির । কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অভিজ্ঞ ইএসআই হাসপাতালের চিকিৎসককে উপস্থিত থাকার নির্দেশ।