Recruitment Scam : হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে শুনানি শেষ, রায়দান স্থগিত
ABP Ananda LIVE : হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে শুনানি শেষ, রায়দান স্থগিত। পার্থ, সুবীরেশ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, অশোক সাহার জামিনের আর্জি। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের তৃতীয় বেঞ্চে ৫জনের জামিনের শুনানি। 'এরা এখনও প্রভাবশালী, তদন্ত শেষ হলেও সামগ্রিকভাবে দুর্নীতির তদন্ত চলছে'। প্রভাবশালী তত্ত্বে পার্থ-সহ ৫জনের জামিনের বিরোধিতা করে সওয়াল সিবিআইয়ের।
তোলাবাজ তৃণমূল কাউন্সিলর ? ৫০ লক্ষ টাকা না দেওয়ায় মেরে প্রোমোটােরের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। হামলার ২ দিন পার, এখনও অধরা বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। রবিবার হামলা, ২ দিন পরেও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের খোঁজ পাচ্ছে না পুলিশ ! আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের বাড়িতে সোমবার রাতে গেল পুলিশ। কাউন্সিলরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও মেলেনি, দাবি পুলিশের। অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বাড়িতে ২৪ ঘণ্টা সময় দিয়ে নোটিস লাগাল পুলিশ। বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ২৪ ঘণ্টার মধ্যে থানায় তলব। রাজ্য পুলিশের ডিজির কাছে লিখিত অভিযোগ কিশোর হালদার ও তাঁর স্ত্রী দেবশ্রী হালদারের। রাজ্য পুলিশের ডিজির কাছে পৌঁছে দেওয়া হয়েছে ভিডিও, দাবি আক্রান্ত দম্পতির। প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর, মাথায় বড় হাত, চরম আতঙ্কে পরিবার। প্রাণহানির আশঙ্কা পরিবারের, অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে ই-মেল । ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের, ২ দিন পরেও গ্রেফতার মাত্র ২ জন !