
Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়
ABP Ananda Live: নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। জামাই কল্যাণময়ের পর পার্থর বিরুদ্ধে সাক্ষী আরও এক আত্মীয়। পার্থর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিলেন আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারী। 'অজান্তেই আমায় একটি সংস্থার ডিরেক্টর বানানো হয়'। 'ওই সংস্থার নামেই পিংলার স্কুলের জন্য জমি কেনা হয়'। 'কতটা জমি কেনা হচ্ছে, সে বিষয়ে আমায় জানানো হয়নি'। 'টাকার লেনদেনের তথ্যও দেওয়া হত না'। 'আমায় শুধু সই করতে বলা হত বিভিন্ন নথিতে'। 'কল্যাণময়ের ওপর ভরসা করেই সই করে দিতাম'। নামেই সংস্থার ডিরেক্টর ছিলাম, বয়ান কৃষ্ণচন্দ্র অধিকারীর। ED-র বিশেষ আদালতে সাক্ষ্য দিয়ে দাবি পার্থর আত্মীয়ের।
হাওড়ায় বিপর্যয়স্থল পরিদর্শনে গেলেন শুভেন্দু অধিকারী
হাওড়ায় বিপর্যয়স্থল পরিদর্শনে গেলেন শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য়। এরইমধ্য়ে, পুলিশের বিরুদ্ধে তাঁকে আঘাত করার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। যদিও এই অভিযোগ মানতে নারাজ হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক। তাঁর বক্তব্য় এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি। এদিকে, বিরোধী দলনেতার অভিযোগ নিয়ে জবাব দিতে দেরি করেনি তৃণমূল।