
Md Salim : নিয়োগ দুর্নীতির 'নাটের গুরু' পার্থ ? 'আসল মাস্টারমাইন্ড পিসি-ভাইপো', আক্রমণে মহম্মদ সেলিম
ABP Ananda Live: 'পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই প্রাথমিকে নিয়োগ পরীক্ষার OMR নষ্ট করা হয়েছিল'। 'গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়' । 'তাঁর নির্দেশেই হয়েছিল দুর্নীতি'। গোপন জবানবন্দি রেকর্ড করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর OSD প্রবীর বন্দ্যোপাধ্যায়, খবর CBI সূত্রের। 'একাধিক রাজনৈতিক ব্য়ক্তিত্বরাও চাকরির সুপারিশ করেছেন'। নামের তালিকা মিলেছে, তাঁদের জিজ্ঞাসাবাদ বাকি আছে'। বিশেষ আদালতে শুনানিতে উল্লেখ CBI-এর, খবর সূত্রের। বহুদিন ধরে জেলে বন্দি, অনেকেই ছাড়া পেয়েছে, পার্থর জামিনের আবেদনে উল্লেথ তাঁর আইনজীবীর। 'আসল মাস্টারমাইন্ড পিসি-ভাইপো', আক্রমণে মহম্মদ সেলিম।
Suvendu Adhikari: 'দিল্লিতে বিজেপি এমন করলে তৃণমূল সাংসদরা টিকতে পারবেন তো?' প্রশ্ন শুভেন্দুর
'২১-এ একের পর এক বিজেপি কর্মী খুন করেছেন'। 'বারবার রক্তাক্ত হয়েছে বিজেপি, বিচার মেলেনি'। 'খুনিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে'। '২৩-এ দক্ষিণ ২৪ পরগনায় পঞ্চায়েত নির্বাচন হয়নি, সন্ত্রাস চলেছে'। 'মনোনয়ন জমা দিতে বাধা থেকে জয়ের সার্টিফিকেট পর্যন্ত ছিনিয়ে নিয়েছে'। 'কোনও হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি, এখানে গণতন্ত্র বলে কিছু নেই'। 'চব্বিশের ভোটে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে ভোট লুঠ হয়েছে'। 'এখানে গণতন্ত্র বলে কোনও শব্দ নেই'। পৃথিবী গোল, সব হিসেব হবে, হুঙ্কার শুভেন্দুর । 'ভাইপো অ্যান্ড কোম্পানি সারাজীবন থাকবে না'। 'মমতা ও ভাইপোর ইশারায় কাজ করছে পুলিশ'। 'দিল্লিতে বিজেপি এমন করলে তৃণমূল সাংসদরা টিকতে পারবেন তো?' হাইকোর্টের অনুমতি নিয়ে ফের বারুইপুরে শুভেন্দু অধিকারীর। SP অফিসের বাইরে বিজেপির প্রতিবাদ সভা ।