ABP News

Recruitment Scam: অভিযোগ থেকে অব্যাহতি, ইডি-র করা মামলায় আর অভিযুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই

Continues below advertisement

Partha Chatterjee: শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে কেলেঙ্কারির অভিযোগ থেকে অব্যাহতি জামাইয়ের। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র করা মামলায় আর অভিযুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। 

 

গরমের মধ্যে তীব্র জলসঙ্কট, হাওড়া ও শিবপুরে ২২ ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ

 

 

গরমের মধ্যে জলসঙ্কট অব্যাহত হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। বুধবার রাতে বিপর্যয়ের পর থেকে এখনও সারানো যায়নি ভূগর্ভস্থ পাইপলাইন। উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা এলাকার বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। তার জেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার পরিবারকে। বুধবার রাতে, হাওড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের কাছে, ভূগর্ভস্থ পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা যায়। এরপরই, পদ্মপুকুর জল প্রকল্পের রিজার্ভার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়। গতকাল হাওড়া পুরসভা ও কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা পাইপলাইন মেরামতির কাজ করলেও ফের ধস নামায় পাইপ লাইনে ফাটল দেখা দেয়। এখনও জল সরবরাহ বন্ধ রয়েছে। হাওড়ার পাশাপাশি কলকাতা ও উত্তরপাড়া পুরসভা থেকে ট্যাঙ্কারে জল সরবরাহ করা হচ্ছে ওই বাইশটি ওয়ার্ডে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram