Partha Chatterjee : অর্পিতার জেলমুক্তির পর জামিন পেতে মরিয়া পার্থ, সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে ED
ABP Ananda LIVE : নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় আড়াই বছর পর জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার জেলমুক্তির পর এবার জামিন পেতে মরিয়া খোদ পার্থ। সেই মামলাতেই সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ল ED । শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলেই পার্থ, প্রায় আড়াই বছর পরে জামিনে মুক্ত বান্ধবী অর্পিতা। সুপ্রিম কোর্টের আইন সর্বোচ্চ সাজার এক তৃতীয়াংশ কেউ জেলে থাকলে তাকে জামিন দিতে হবে। এরপরই জামিন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর। প্যারোলের মেয়াদ শেষের আগেই গেলেন আলিপুর জেলে।
বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে, পঞ্চায়েত অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখাল তৃণমূলের নেতা-কর্মীরা। বিজেপি প্রধানের বিরুদ্ধে তোলা হল চোর স্লোগান। এলাকায় সরকারি ত্রিপল বিতরণ নিয়ে হিসেব না দিতে পারায় অবস্থান বিক্ষোভ বলে দাবি তৃণমূলের। পাল্টা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান। মেটিয়াবুরুজে বেআইনি বাড়ির একাংশ ভাঙতে পুরকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল ১৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারির বিরুদ্ধে। ভিডিও দেখিয়ে প্রতিবাদে সরব হয়েছে কলকাতা পুরসভার এমপ্লয়িজ ইউনিয়ন। কাউন্সিলর এমনটা করে থাকলে অন্য়ায় করেছেন।প্রতিক্রিয়া মেয়র ফিরহাদ হাকিমের। কটাক্ষ করেছে বিজেপি।