ABP News

Partha Chatterjee : অক্সিজেন সাপোর্টে RN Tagore হাসপাতালে নিয়ে যাওয়া হল ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

Continues below advertisement

ABP Ananda LIVE : SSKM থেকে  RN Tagore হাসপাতালে পার্থ। অক্সিজেন সাপোর্টে নিয়ে যাওয়া হল ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। অ্যাম্বুল্যান্সে ছিলেন পার্থর পরিবার ও পরিচিতরা। আলাদা গাড়ির ব্যবস্থা করার পর রওনা হয় অ্যাম্বুল্যান্স। 

 

National Games: মেঝেতে শুয়ে, বসেই ৩৬ ঘণ্টার সফর, চূড়ান্ত হয়রানির শিকার জাতীয় গেমসে অংশগ্রহণকারী বাংলা দল

৩৬ জন খেলোয়াড়ের জন্য ট্রেনে বরাদ্দ আসন সংখ্যা ৬! জাতীয় গেমস (National Games) রাজ্যের প্রতিনিধিত্ব করতে গিয়ে এমনই চূড়ান্ত অব্যবস্থার শিকার হলেন বাংলার খো-খো, মহিলা ফুটবল দল। ট্রেনের মেঝেতে শুয়ে বসেই কতে হল ৩৬ ঘণ্টার সফর। গোটা ঘটনায় বিস্মিত বাংলার ক্রীড়ামহল। প্রাক্তন খেলোয়াড় লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে এই ঘটনায়।

উত্তরাখণ্ডে শুরু হচ্ছে ৩৮-তম জাতীয় গেমস। টুর্নামেন্টের একদিন আগেই উত্তরাখণ্ড পৌঁছয় বাংলার খো-খো, মহিলা ফুটবল, সাঁতারের দল। অথচ ট্রেনের কামরায় কোনওমতে করে থেকেই ৩৬ ঘণ্টা উত্তরাখণ্ড পৌঁছলেন অ্যাথলিটরা। জাতীয় গেমস খেলতে যাওয়ার আগে অ্যাথলিটদের জন্য আগাম চাকরির ঘোষণা করে রাজ্য সরকার। পদক জিতলেই সুনিশ্চিত চাকরি- ঘটা করে ঘোষণা ক্রীড়া দফতরের। অথচ সেই জাতীয় গেমস খেলতে গিয়েই অব্যবস্থার শিকার বাংলার খো-খো আর মহিলা ফুটবল দল। খেলোয়াড়দের জন্য ট্রেনের টিকিটই জোগাড় করতে পারেননি কর্তারা।  গোটা ঘটনায় বেঙ্গল অলিম্পিক সংস্থার কর্তাদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram