Recruitment Scam: প্যানেল বাতিলের আশঙ্কায় ধর্মতলায় এসএলএসটি চাকরিপ্রাপকদের অবস্থান-বিক্ষোভ

Continues below advertisement

ABP Ananda Live: হাইকোর্টে নির্দেশে বাতিল হয়েছে প্যানেল, স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৭ জানুয়ারি পরবর্তী শুনানির আগে পথে ২০১৬-র প্যানেলের SLST শিক্ষক-শিক্ষিকারা। অবিলম্বে অযোগ্যদের তালিকা প্রস্তুত করে সুপ্রিম কোর্টে জমা দিক এসএসসি ও রাজ্য সরকার, দাবি শিক্ষক-শিক্ষিকাদের। ডোরিনা ক্রসিংয়ে অবস্থানে শিক্ষকরা। 

শেষযাত্রায় মনমোহন সিংহ,অর্থনীতির সর্দারকে গোটা দেশের কুর্নিশ। নিগমবোধ ঘাটে শেষকৃত্য। শেষকৃত্যে উপস্থিত তিন বাহিনীর প্রধান। শেষযাত্রা থেকে শেষকৃত্য, সঙ্গী রাহুল গাঁধী। উপস্থিত প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতি। এখনও পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শেষকৃত্য সম্পন্ন হয়নি। তার আগেই তাঁর স্মৃতিসৌধ তৈরি নিয়ে বিতর্ক বাধল। মনমোহনের স্মৃতিসৌধের জন্য আবেদন জানানো হলেও, কেন্দ্রীয় সরকার আবেদনে সায় দেয়নি বলে শুক্রবার জানায় কংগ্রেস। সেই নিয়ে দিনভর রাজনৈতিক টানাপোড়েন চলে। শেষ পর্যন্ত রাতে বিবৃতি প্রকাশ করে কেন্দ্র জানায়, কংগ্রেসের আবেদন মেনে নেওয়া হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram