SSC Case: চাকরি বাতিলকাণ্ডে তোলপাড়, মহামিছিলের পর আজ SSC ভবন অভিযান | ABP Ananda Live
ABP Ananda Live: চাকরি বাতিলকাণ্ডে তোলপাড়। মহামিছিলের পর আজ SSC ভবন অভিযান। ১৬ এপ্রিল দিল্লিতে যন্তরমন্তরের সামনেও অবস্থান বিক্ষোভ। মিরর ইমেজ ও যোগ্যদের লিস্ট, এইটুকুই আমাদের দাবি, চাকরিহারাদের।
হাঁসফাঁস গরমে স্বস্তির খবর, ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণে, আগামীকাল থেকে কেমন থাকবে আবহাওয়া?
ঝড়বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। ১০ থেকে ১৪ এপ্রিল, উত্তর এবং দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবন রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলায়। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত উত্তর-পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা সমুদ্রতল থেকে উপরে, ৩.১ কিলোমিটার থেকে ৫.৮ কিলোমিটারের মধ্যে রয়েছে। অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর, যা সমুদ্রতল থেকে ০.৯ কিলোমিটার ঊর্ধ্বে রয়েছে। উপযুক্ত বায়ুর ধরন এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার জেরে ১০ থেকে ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।