SSC Scam: হাইকোর্টে অযোগ্যদের আবেদন খারিজ, SSC-র ১৮০৬ দাগি তালিকা বহাল | ABP Ananda Live
ABP Ananda Live: হাইকোর্টে অযোগ্যদের আবেদন খারিজ, SSC-র ১৮০৬ দাগি তালিকা বহাল। দাগি তালিকা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ প্রায় ৩৫০ জন দাগি শিক্ষক। দাগিদের যোগ্য বলে ঘোষণা করার আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের। কমিশনের প্রকাশ করা দাগিদের তালিকায় হস্তক্ষেপ করল না আদালত। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই হস্তক্ষেপ নয়, জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 'এই মুহূর্তে ১৮০৬ জনের নথি খতিয়ে দেখা সম্ভব নয়' । কোর্টের নির্দেশে যখন দাগিদের স্কুলে যেতে বারণ করা হয়েছিল...। ...তখন আইনি সমাধান খোঁজা উচিত ছিল মামলাকারিদের, পর্যবেক্ষণ আদালতের। দাগি শিক্ষকরা কি এখনও কাজ করছেন, প্রশ্ন বিচারপতির । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন, প্রশ্ন বিচারপতির । বিচারপতির প্রশ্ন শুনে না বললেন দাগি শিক্ষকদের আইনজীবী অনিন্দ্য লাহিড়ী। 'তাহলে আপনারা আগে আদালতে কেন আসেননি?'
'বাংলার যন্ত্রণার কথা বলা কি অপরাধ?', 'দ্য বেঙ্গল ফাইলস' রিলিজ নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে বার্তা বিবেক অগ্নিহোত্রীর
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চ ঘিরে গত ১৬ অগাস্ট তুলকালাম বাধে ITC রয়্যাল বেঙ্গল হোটেলে। তাই নিয়েই এবার শুরু হয় রাজনীতির চাপানউতোর! একদিকে পরিচালকের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তৃণমূল আবার এই সিনেমাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর চেষ্টা হিসেবেই দেখছে। আর তাই ঘিরে 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বাংলাতেই তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ভিডিও-বার্তা দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।এক্স হ্যান্ডেলে পরিচালক বলেছেন, 'দ্য বেঙ্গল ফাইলস' সারা বিশ্বে রিলিজ করবে। কিন্তু সবারই মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে হয়ত ছবিটি নিষিদ্ধ করা হবে। হল মালিকরাও তাঁকে বলছেন, ছবিটি নিষিদ্ধ না করা হলেও তাঁদের উপর এতটাই রাজনৈতিক চাপ আছে যে , ছবিটা দেখালে বড় মূল্য চোকাতে হতে পারে তাঁদের। তাই তাঁরা ছবিটি দেখাতে ভয় পাচ্ছেন। এই ভয় থেকেই গত ১৬ অগাস্ট ছবির ট্রেলারও দেখানি তাঁরা।