SSC Case: SSC চেয়ারম্যান ঘেরাও মুক্ত হলেও এখনও ধর্নায় চাকরিহারা | ABP Ananda Live

ABP Ananda Live: ২ দিনের মাথায় ঘেরাও মুক্ত SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। শর্তসাপেক্ষে ২ দিনের মাথায় ঘেরাও মুক্ত SSC চেয়ারম্যান। SSC চেয়ারম্যান ঘেরাও মুক্ত হলেও এখনও ধর্নায় চাকরিহারারা। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। মামলায় সশরীরের হাজিরার জন্য ঘেরাও মুক্ত SSC চেয়ারম্যান। 'OMR সংক্রান্ত মামলায় ইতিবাচক ভূমিকা নিতে হবে SSC চেয়ারম্যানকে' । 'আদালত নির্দেশ মেনে পদক্ষেপ করতে হবে SSC -কে' । SSC চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করে শর্ত চাকরিহারা শিক্ষকদের। 

 

বডি নিয়ে শ্রীনগরে নামছি'ডুকরে কেঁদে উঠলেন স্ত্রী। কয়েকদিন আগেই হাসিখুশি মানুষটা আগলে রাখতেন। আজ তিনিই নেই। কয়েক মিনিটে ধসে গেল বিতান অধিকারীর পরিবার। পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্য়ু হয়েছে কলকাতার এক বাসিন্দার।   নিহত বিতান অধিকারীর বাড়ি নেতাজিনগর থানা এলাকার বৈষ্ণবঘাটা লেনে। সঙ্গে ছিলেন স্ত্রী ও ছোট্ট ছেলে।  স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীর বেড়াতে গেছিলেন তিনি। জানা গিয়েছেন, মঙ্গলবারকাঁধে গুলি লাগে বিতান অধিকারীর। পরে অবস্থার অবনতি হলে মৃত্য়ু হয় তাঁর। আতঙ্কের ঘোর কাটাতে পারছেন না স্ত্রী। বলছেন, আমি বাড়ি ফিরতে চাই। কিন্তু তার আগে স্বামীর দেহের ময়নাতদন্ত হবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola