SSC Scam Verdict: ১৯ হাজার চাকরিপ্রাপক যোগ্য, অবশেষে মানল এসএসসি। SSC Scam Verdict

Continues below advertisement

West Bengal News: ১৯ হাজার চাকরিপ্রাপক যোগ্য, অবশেষে মানল এসএসসি (SSC)। ১৯ হাজার যোগ্য, সুপ্রিম কোর্টে (Supreme Court)অবশেষে জানাল এসএসসি। প্রায় ৭ হাজার অবৈধ নিয়োগ, কার্যত মানল স্কুল সার্ভিস কমিশন। প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য। সিবিআইয়ের হাত থেকে মন্ত্রিসভাকে বাঁচাতে সওয়াল রাজ্যের। অতিরিক্ত শূন্য পদ নিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্য সরকার। 'কারা যোগ্য-কারা অযোগ্য, বলতে পারবে এসএসসি'। 'পুরো প্যানেল বাতিলের প্রয়োজন ছিল কিনা, বলতে পারবে এসএসসি'।'নাকি অংশবিশেষ বাতিলের সুযোগ ছিল, বলতে পারবে এসএসসি'। সুপ্রিম কোর্টে শুনানিতে সওয়াল রাজ্য সরকারের। 'কেন রাজ্য অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিল?' '২০১৬-র নিয়োগ প্রক্রিয়া, ২০২২-এ কেন অতিরিক্ত শূন্য পদ?'।'৬ বছর পরে তো প্যানেলেরই মেয়াদ উত্তীর্ণ'। রাজ্য সরকারকে প্রশ্ন দেশের প্রধান বিচারপতির। '২০২১-এ হাইকোর্টে মামলা, অভিযোগ উঠতেই শূন্য পদ তৈরি'। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে সওয়াল রাজ্য সরকারের। 'তৈরি হয়েছিল ৬৮৬১ অতিরিক্ত শূন্য পদ'। 'কিন্তু হাইকোর্টের নির্দেশে তা কার্যকর হয়নি'। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে সওয়াল রাজ্য সরকারের। ABP Ananda Live


Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram