ABP News

Partha Chatterjee: রাজসাক্ষী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের বয়ান রেকর্ড

Continues below advertisement

ABP Ananda Live: রাজসাক্ষী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের বয়ান রেকর্ড । শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছেন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য । নিয়োগ দুর্নীতি কাণ্ডে ED-র মামলায় আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী। 'প্রথমে স্কুলের জমি কেনা ও পরে কনস্ট্রাকশনের জন্য নগদে ১৫ কোটি টাকা দেন পার্থ চট্টোপাধ্যায়'। 'সেই টাকা খরচ করা হয়েছিল পার্থ জামাই কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে'। নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে দাবি ED-র। 

 

'রামনবমীতে এত মিছিল হবে, গোটা রাজ্যের পুলিশ-সিভিক দিয়েও আটকাতে পারবেন না' : শুভেন্দু

'রামনবমীতে এত মিছিল হবে, গোটা রাজ্যের পুলিশ-সিভিক দিয়েও আটকাতে পারবেন না'। রামনবমী নিয়ে এবার হুঙ্কার শুভেন্দু অধিকারীর। 'হাওড়ায় শ্যামপুরে ৭ এপ্রিল মিছিল করব, ক্ষমতা থাকে আটকান'। 'প্রোটোকল মেনে গতবারের অনুমতির কাগজ পুলিশকে দেবেন, রামনবমী কমিটির কাছে আবেদন'। 'নতুন করে পুলিশের দেওয়া কিছু ফিল আপ করবেন না'। 'মহাকুম্ভে ৬৬ কোটি মানুষ স্নান করেছেন'। 'সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন'। রামনবমী পালন নিয়ে হুঁশিয়ারির সুরে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram