Recruitment Scam: আদালতে সাময়িক স্বস্তি সুজয়কৃষ্ণ ভদ্রের | হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আদালতে সাময়িক স্বস্তি সুজয়কৃষ্ণ ভদ্রের । সিবিআই এই মামলায় কিছু করবে না, মৌখিক নির্দেশে জানালেন বিচারপতি জয়মাল্য বাগচী প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার পরদিনই কী করে গ্রেফতারি দেখানো এবং হেফাজতে নেওয়ার আবেদন জানাল সিবিআই? এই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেবে না সংশ্লিষ্ট দপ্তর? প্রশ্ন বিচারপতি বাগচীর এই মামলায় সিবিআইয়ের হলফনামা তলব করা হল । বিচারপতির মৌখিক নির্দেশের পর, এখনই নতুন করে গ্রেফতার দেখাতে পারবে না সিবিআই, মত আইনজীবীদের. আগাম জামিনের মামলাও বিচারাধীন থাকল. তিন সপ্তাহ পরে ফের হবে শুনানি

আরও খবর...

কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে বসানো হয়েছে প্রিন্টার ও ফটোকপি যন্ত্র। ফার্মাসি প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্রিন্ট করে মোটা টাকায় বিক্রি করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। যদিও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কলেজের। অধ্যক্ষ অরূপকুমার রায়কে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করেছে পুলিশ।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola