Recruitment Scam: SSC-র নতুন পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: এবার SSC-র নতুন পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। যার জেরে বিশ বাঁও জলে নতুন-পুরনো মিলিয়ে লক্ষ-লক্ষ চাকরিপ্রার্থীর ভবিষ্য়ৎ।
সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর নতুন করে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। কিন্তু সেই নিয়োগের পরীক্ষার বৈধতা নিয়েও সর্বোচ্চ আদালতে উঠে গেল প্রশ্ন। ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হল SSC-কে। সুপ্রিম কোর্টের রায়ের বাইরে গিয়ে শূন্যপদ তৈরি, নতুন বিধি অনুযায়ী পুরনোদের পরীক্ষা নেওয়া নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এরই সঙ্গে, SSC-র সমস্ত মামলা ফেরত পাঠিয়ে দেওয়া হল হাইকোর্টে। পাশাপাশি, দাগিদের বিস্তারিত তথ্য-সহ তালিকা প্রকাশ করতে বলল সর্বোচ্চ আদালত। 

ভয়ঙ্কর ঘটনা, খাস কলকাতায় চলল গুলি, রক্তাক্ত যুবক

আবার সেই নভেম্বর। আবার সেই কসবা। চলল গুলি। ঝরল রক্ত। রাত বিরেতে রক্তাক্ত অবস্থায় যুবককে ভর্তি করা হল হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, কসবা বোসপুকুর প্রান্তিক পল্লীতে রাত ১১ টা নাগাদ হঠাৎ গুলি চালানোর শব্দ পাওয়া যায়। জখম হন এক যুবক। রক্ত ঝরতে শুরু করে । তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

পুলিশ সূত্রে খবর, আহত যুবককে ভর্তি করা হয়েছে রুবি জেনারেল হাসপাতালে। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। চিকিৎসা চলছে তাঁর। এলাকা থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।জানা গিয়েছে, এলাকার   একটি পরিত্যক্ত জায়গায় গতকাল রাতে কয়েকজন যুবক জমায়েত করে খাওয়া দাওয়া করছিল। সেখানে ছিলেন অভিজিৎও। কিন্তু কে গুলি চালালো তাঁর উপর, তদন্ত চলছে। গুলি চলার সময় ওই যুবকের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে খবর, তাঁদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে পুলিশ। গুলিবিদ্ধ যুবককের চিকিৎসা চলছে রুবি জেনারেল হাসপাতালে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola